Session-3

TRAFIC:

TRAFIC একটা ওয়েবসাইটের প্রধান বৈশিষ্ট। TRAFIC মানে হল ভিজিটর। মানে কত জন আজকে ওয়েবসাইটে এসেছে। এখানে ট্রাফিক কিন্তু দুই ধরণের হয়। একটি হল অর্গানিক ট্রাফিক , মানে যে ট্রাফিক / ভিজিটর  গুগুলের মাধম্যে আসে এটা অর্গানিক ট্রাফিক । আর এক টা হল ডাইরেকট ট্রাফিক যা ফেইজবুক থেকে বা অন্য কোন সাইট থেকে সরাসরি আসে। এখানে  অর্গানিক ট্রাফিকের কথায় সবাই জানতে চাইবে।

 SEMRUSH TRAFIC :

কোন সাইটে কত অর্গানিক ট্রাফিক আছে তা পরিমাপ করার অনেক TOOLS আছে তার মধ্যে SEMRUSH একটি। মানে SEMRUSH দিয়ে SEMRUSH ট্রাফিক দেখা যাবে। অনেক বায়ার এই ট্রাফিক জানতে চাইবে। তখন https://semrush.com গিয়ে এটা কনর্ফাম করতে হবে। এটি একটি ফ্রি সাইট।

ARIFS TOOLS/ ARIFS TRAFIC:

অর্গানিক ট্রাফিক দেখার সবথেকে ভাল TOOLS হচ্ছে ARIFS TOOLS এটি কিন্তু পেইড ফ্রি না । মানে টাকা খরচ করে দেখতে হবে। সমস্যা নাই কেউ ARIFS TRAFIC  জানতে চাইলে আমাকে জানাবেন আমি দেখে দিব তবে আমার কাছে কেনা থাকা লাগবে।

KEYWORD:

কিওয়ার্ড হলো আমরা যখন Google বা Yahoo বা অন্য সার্চ ইঞ্জিন এ বিভিন্ন ওয়ার্ড বা লাইন লিখে সার্চ দেই  যেমন-Free Movies, Hollywood Movies ইত্যাদি। এই প্রতিটি লাইন বা শব্দ হলো এক একটি কি-ওয়ার্ড।

LIVE LINK:

বায়ারের আর্টিকেল পাবলিশ করার পর যে লিংক বা ইউ আর এল দেয়া হবে সেটাই হল লাইভ লিংক।

DOFOLLOW and NOFOLLOW LINK:

যে লিংক টি পাবলিশ করার পর দেখা যাবে তাকে DOFOLLOW আর যেটা দেখা যায় না সেটা NOFOLLOW LINK বলে।

যেমন https://en.wikipedia.org/wiki/Main_Page  গেলে আপনি অনেক লিংক দেখবেন সবুজ কালারের এই লিংক এ ক্লিক করলে অন্য একটি পেইজ খুলে যায় আর এটায় হল DOFOLLOW  লিংক। আর NOFOLLOW LINK দেখা যাবে না ক্লিক ও কারা যাবে না।

Leave a Comment