Session-2
TAT কি:
এটার সহজ মানে হল কত সময় লাগবে। মানে আপনি এক বায়ার থেকে একটা র্অডার পেলেন, যে একটা (abc.com) সাইটে আপনি বায়ারের একটা সাইটের লিংক করবেন। এবং বায়ার জানতে চাইবে যে এটা করতে কত সময় লাগবে। এটায় হল TAT বিভিন্ন সাইটে TAT বিভিন্ন রকম হয় অনেক সময় সাথে সাথে হয়ে যায় আবার অনেক সময় ২-৭ দিন ও লাগে। যেহেতু কাজটি আপনার নিজের হাতে নেই বা কোন নিয়ন্ত্রন আপনার হাতে নেই তাই সময় প্রয়োজন। এবং আপনি বায়ার থেকে মিনিমাম ২ দিন সময় নিয়ে নিবেন।
ARTICLE OR CONTENT:
ওয়েব সাইটে যে লেখা গুলা আছে তাকে ARTICLE OR CONTENT বলে। যেমন https://infotechpage.com/download-latest-tiktok-apk/ লিংকে গেলে যা পাবেন বা যে লেখা পাবেন তাই হল আর্টিকেল আর যে লিংকটা দিলাম ওটা হল ঐ আর্টিকেলের URL
NICHE কাকে বলে:
এক একটা সাইট এক এক টি বিষয়ের উপর তৈরী হয়। যেমন https://www.espncricinfo.com/ এই সাইট টা হল খেলা বিষয়ের একটা ওয়েব সাইট। এখানে আপনি অন্য কোন লেখা পাবেন না খেলার বিষয় ছাড়া। আবার যেমন https://pizzahutbd.com/ এই সাইটে পিজ্জা বিষয়ে বা খাবার বিষয়ে ছাড়া আর কিছুই নাই তার মানে হল এটা একটা খাবার NICHE সাইট। যেমন আবার অনেক ওয়েবসাইট অনেক গুলা বিষয় নিয়ে হয় সেগুলাকে বলে মাল্টি NICHE ওয়েবসাইট
উদাহরণ: https://infotechpage.com/ এই সাইটে দেখেন এটি ৪/৫ টা CATEGORY নিয়ে গঠিত (Technology, Software, Mobile, Game) ইত্যাদি।
CATEGORY কি:

একটি ওয়েবসাইট যে যে বিষয়ে আর্টিকেল আছে বা যে বিষয়ে নিয়ে আর্টিকেল লেখা হয় তাই হল ঐ ওয়েবসাইটের ক্যাটাগরি। উদাহরণ: https://infotechpage.com/ এই সাইটে দেখেন এটি ৪/৫ টা CATEGORY নিয়ে গঠিত (Technology, Software, Mobile, Game) ইত্যাদি।
CASINO/GAMBLING কি:
এর মানে হল বিভিন্ন ধরনের জুয়া বিষয়ক ওয়েবসাইট। মানে ধরেন আপনার একটা জুয়া বিষয়ে ওয়েবসাইট আছে সেই সাইটের একটা লিংক করতে চান আমার ( acvd.com) ওয়েবসাইটে। তাহলে আমার সাইটের প্রতি লিংক এর দাম যদি হয় ৩০ ডলার কিন্তু CASINO/GAMBLING এ আর্টিকেল এর জন্য আমি নিব 50$ ডলার। তার মানে CASINO/GAMBLING এ বিষয়ে আর্টিকেল হলে দাম সবাবতই বেশি হয়। মনে রাখবেন।