Session -1

WEBSITE কি:

ওয়েব সাইট সাধারনত একটি ডোমেইন  ও হোস্টিং কে সমন্বয়ে বলে ওয়েবসাইট। যেমন : (facebookc.com)  এটা একটা ওয়েবসাইট।  facebookc.com এই নামটি হল একটি ডোমেন।

DOMAIN কি?:

কোন ওয়েব সাইটের নাম টা হল ডোমেইন। যেমন facebook.com / wikipidia.com/ cnn.com

URL কি?:

URL ই হচ্ছে যেকোনো ওয়েবসাইটে প্রবেশ করার প্রথম স্টেপ এবং সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ। ইউআরএল (URL) কোন বাংলা শব্দ নয়। URL এর সম্পূর্ণ অর্থ হচ্ছে, Uniform Resource Locator। আপনি যদি একটি ইউআরএল বা একটি ওয়েবসাইটের এড্রেসের দিকে ভালভাবে লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন যে এটির মুলত তিনটি অংশ আছে।

প্রথমটি হচ্ছে HTTP অথবা HTTPS এবং এরপরে মুলত থাকে ওয়েবসাইটটি বা ওয়েব সার্ভিসটির নাম এবং তারপরে থাকে তার ডোমেইন নেম। আপনি কোন ওয়েবপেইজ ভিজিট করার সময় আপনার ব্রাউজারের এড্রেস বারটি লক্ষ্য করলে ওই ওয়েবপেইজের ওই মুহূর্তের বা ওই কারেন্ট পেজটির URL দেখতে পাবেন।

See the below picture this is the website URL

অনেকসময় URL টি হয় অনেক সহজ। যেমন- https://google.com বা https://microsoft.com ইত্যাদি এবং অনেকসময় আপনি URL এর মধ্যে দেখবেন আরও অনেক ধরনের এলিমেন্টস আছে Like as below

DA কি বা কিভাবে চেক করে?:

DA মানে হল Domain Authority  ডোমইেন অথরটি এমন এক search engine ranking score যেটা moz organization/company  দ্বারা জারি করা হয়ছে। এই ডোমইেন অথরটি স্কোর এর মাধ্যম, র্সাচ ইঞ্জনি গুলতি যেকোনো ওয়বেসাইটরে তার (rank) / ক্ষমতা আন্দাজ করা হয়।

একটি ওয়বেসাইট কতটা ভালো ভাবে search engine result page এ rank করার ক্ষমতা রাখ, তার অনুমান DA score এর মাধ্যমে করা যতে পারে।

মানে, যতটা বেশি যেকোনো ওয়েবসাইটের domain authority score থাকবে, ততটাই বেশি সেই ওয়েবসাইট, অণ্য কম DA থাকা ওয়েবসাইটের তুলনায়, ভালো ভাবে সার্চ ইঞ্জিনে রাংক (rank) করার ক্ষমতা রাখবে।

For Check The Website DA: https://smallseotools.com/domain-authority-checker/

How to check DA by Smallseotools? Please see the process below

1st go to this the https://smallseotools.com/domain-authority-checker/

Open the Small seo tools

Then click check authority Then show the result as like Below picture

Showing Result

MOZ rank tools দিয়ে এই  DA ফ্রিতে চেক কারতে পাববেন। As below Picture

এই ভিডিও টা দেখে ডাউনলোড করুন। https://www.youtube.com/watch?v=1ePk7Oh5Z1A

এই টুলস দিয়ে আপনি DA ,PA & SPAM SCORE দেখতে পাববেন।

(গুগুল ক্রোম ইউজ কারবেন কিন্তু) Click Here For Google Chrome Doanload

DR কি বা কিভাবে চেক করে?

DR মানে হল ডোমেইন রেটিং টিক DR এর ব্যাপারের মত DA দেখতে হয় MOZ rank tools দিয়ে, আর  DR দেখতে হয় ahfers Tools দিয়ে । এটি কিন্তু  ফ্রিতে দেখা যাবে না। এটা তেমন প্রয়োজন নাই। কারন সেলার কাছ থেকে আপনি এই সব বিষয়ে জেনে নিতে পারেন। সেলার তার সাইটের এসব বিষয়ে সবসময় অবগত করে থাকে তাই এগুলো সম্পর্কে আপনাকে তেমন ঘাটাঘাটি করতে হবে না । তার পর ও যদি আপনার দারকার হয় আমি ত আছি।

Leave a Comment