About of Short Online Course
এখন সময়টা লকডাউনের সবাই এখন বেকার বাসায় বসে আছেন । সময়টা TV দেখে বা ফেইসবুকে না দিয়ে কাজে লাগালে কেমন হয়। যদি আপনি এই সময়টাকে প্রোডাক্টিভ করতে পারেন তাহলে সামনের সময়টা অনেক ভাল যাবে। আমাদের হতে কিন্তু প্রতিদিন ২৪ ঘন্টা এই ২৪ ঘন্টা সময়ে আপনাকে ডিসিশন নিতে হবে কি করবেন বা কি শিখবেন।
এখন ৫০% মানুষ চাকুরি হারাচ্ছে তাই আপনি নিশ্চিত থাকতে পারেন যে আগামি এক বছর কোন নতুন চাকুরির স্থান তৈরী হবে না। তাই আপনি চাকুরি জন্য বসে থাকাটা হবে বুকামি। আসুন এই সময়টাকে নষ্ট না করে কিছু করার চেষ্টা করুন। আমরা আছি আপনার পাশে ১০০% কাজ শিখে টাকা ইনকামের গেরেন্টি নিয়ে । আমাদের ফেইবুক গ্রæপ এ আপনি দেখবেন বা কথা বলতে পারবেন যারা অলরেডি টাকা ইনকাম করছে। তাই এখানে মিথ্যা বলার বা লুকানোর কিছু নেই।
অনলাইনে ইনকাম
সবাইকে TechMedia Group এ স্বাগতম। আজকে থেকে আমাদের পথচলা শুরু হল অনলাইনে ইনকামের। আজ থেকে আমরা শিখব অনলাইনে ইনকামের অভিনব কিছু কৌশল। আমি ততদিন থাকব আপনার পাশে যতদিন আপনি নিজে নিজে ইনকাম করতে না পারবেন। যতদিন আপনার আমাকে দরকার আমার সাহায্যের হাত ততদিন থাকবে আপনার পাশে। তাই কোন চিন্তা করার দরকার নাই। শুধু আমি যে দিকর্নিদেশনা দিব এগুলো পালন করবেন। তাহলে খুব সহজে আপনি নিজের অবস্থান তৈরী করতে পারবেন।
এই কাজ করতে কি কি দরকার:
১. সময় দেবার মানসিকতা ও র্ধয্য
২. কম্পিউটার
৩. ইন্টারনেট
৪. ফেইসবুক একাউন্ট
৫. ই-মেইল
৬. ইংরেজি (মোটামোটি)
এডভান্স লেভেলে কাজের জন্য
৭. মার্কেটপ্লেসে একাউন্ট (যেটা আমি করে দিব কাজ শেখার পর।
৮. Paypal Account (i will manage it)
আমি কি শিখাব?
আসলে সবার মনে প্রশ্ন একটাই– ভাই কি শিখাবে? আমি কি আদো কাজ শিখতে পাবর? কাজ শিখে কি আসলেই ইনকাম করতে পারব? এই ধরনের প্রশ্ন আসলে সবার মনে। আসলে অনলাইনে ইনকাম করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। অনেক সাধনার বিষয়। এবং এডভান্স লেভেলের কাজ না জানলে অনলাইনে কাজ করা অনেক কঠিন। কিন্ত আমি একটা সহজ পথ বের করেছি কিভাবে সফল ভাবে অনলাইনে সহজে ভাল কাজ না জেনে ও ইনকাম করা যায়। আর সেটাই আমি আপনাদের শিখাব। সত্যিই আপনারা অনেক ভাগ্যবান কারণ চট্টগ্রামে আমি কাউকে দেখিনাই যে গেরেন্টি সহকারে কেউ অনলাইন ইনকাম শিখায়। কিন্ত আমি কথা দিচ্ছি ইনকামের গেরেন্টি ১০০% যদি সময় দেন।
কাজ কি?
কাজ একদম সহজ শুধুই ফেইসবুক এ থাকা আর বিভিন্ন (ভিনদেশি) ক্লাইন্টদের সাথে কথা বলা (ইংরেজিতে)।
কাজের ধরণ:
কাজের ধরণ হচ্ছে আউটর্সোসিং করা। মানে ধরেন একজনের একটি সফটওয়ার লাগতেছে আপনার কাছে যদি ১০০ টা সফটওয়ারের কোম্পানির সফটওয়ারের এর লিস্ট কালেকশনে থাকে তাহলে আপনি সহজে দেখতে পারবেন যে এই সফটওয়ারটি আপনার লিস্ট এ আছে কিনা। যদি থাকে প্রাইজ দেখবেন (ধরেন দাম আছে ৫০০০$) আপনি বায়ার কে (মানে যে সফটওয়ার টা খুজতেছে তাকে দাম দিলেন ৬০০০$ তাহলে আপনার লাভ ১০০০$) টাকা একদম সহজ কাজ।
কত ইনকাম করতে পারব:
আসলে এটা র্নিভর করবে আপনি কতটা সময় এটাতে দিচ্ছেন। সময় এবং ভাল রির্সোস থাকলে আপনি দৈনিক ৫০০টাকা থেকে ৫০০০টাকা ইনকাম করতে পারবেন সেই নিশ্চয়তা আমি দিচ্ছি।
আমরা আপনাদের কিভাবে শিখাব:
আসলে এখন সময়টা একটু খারাপ করোনা ভাইরাসের কারনে তাই বলে কি শিখানো থেমে থাকবে? নিশ্চয় নয়। তাই আমরা সর্ম্পূণ র্কোস করাব অনলাইনে পেইড ভিডিও কনফারেন্স এর মাধ্যমে। এভাবে আপনারা ১০০% ভাল ভাবে শিখতে পারবেন। ক্লাস এর পর আপনাদের সর্ম্পূণ ভিডিও টা গ্রুপ এ শেয়ার করা হবে সেখান থেকে আপনারা আবার ডাউনলোড করে নিতে পারবেন।
টাকা লেনদেন:
আনলাইনে সবচেয়ে বেশি সমস্যা হয় টাকা লেনদেন নিয়ে যেহেতু বিদেশি বায়ার তারা আপনাকে পে করবে ডলার আর এটি হল র্ভাচুয়েল ডলার। তায় এটি অনেকে গ্রহণ করতে পারে না। কিন্ত আমি ত আছি আপনাদের পাশে সবসময় আমি নিজেই এটার সমাধান দিব। আমিই সেই টাকা গ্রহণ করব বায়ার থেকে এবং সেলারর টাকা সেলারকে বুজিয়ে দিব। এবং আপনার লাভ টা আপনাকে বিকাশে পাঠিয়ে দিব সাথে সাথেই।
তাহলে আর দেরি না করে গুপে জয়েন করে কাজে নেমে পড়–ন। এটা আপনার জন্য সুফল বয়ে আনবে সেই নিশ্চয়তা আমি দিচ্ছি।
সাথে আমার একটা কাজ পাওয়ার নমুনা দিলাম যেটা এখন চলমান 660$ ডলারের কাজ। ৬ দিন পর কাজ ডেলিভারি দিব। এরকম একটা কাজ করতে পারলে আর কি লাগে।????

এই র্কোস আসলে শুরু করার পর যারা ভাল ইনকাম করছে তাদের কিছু রিভিও এবং তাদের ফেইজবুক আইডি নিচে দিলাম।
Review

Success

2. Rasel Rana

3. Mr. Dickens

